odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

লালমনিরহাটে জুয়াড়ি আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ December ২০১৭ ১১:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ December ২০১৭ ১১:১২

হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার সদর উপজেলায় জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।


শনিবার দুপুরের দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন, সদর উপজেলার ওই ইউনিয়নের একই এলাকার মৃত আজিত খানের ছেলে সিরাজুল হক(৩২), মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম(৩৮), আনছার আলীর ছেলে আশেক আলী(৪৫) ও লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান(২০)।


এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: