odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

বন্দুক যুদ্ধে র‌্যাবের দুই কনস্টেবল আহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ January ২০১৮ ১১:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ January ২০১৮ ১১:৩৫



যশোরের ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পালসার বাবু নামের এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহত পালসার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। এ সময় র‌্যাবের দুই কনস্টেবল আহত হয়েছে । কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ায় এ বন্দুকযুদ্ধ হয়।

যশোর-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান, উক্ত এলাকার একটি বাড়িতে একদল অস্ত্রধারী গোপন বৈঠক করছে- এমন গোপন খবরে র‌্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র‌্যাব সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে সন্ত্রাসী পালসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে বাকীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ সন্ত্রাসীর লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী পালসার বাবু নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: