odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ৩ July ২০২৪ ২৩:৩৫

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩ July ২০২৪ ২৩:৩৫

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দিনভর উপজেলা সমাজসেবা অফিস কক্ষে শিশুদের মাঝে এ কিট বক্স বিতরণ করা হয়।

উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা গলাচিপায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অনেক শিশু এবং তাদের পরিবার বিভিন্নভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব শিশুদের সহায়তার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ঘটনাস্থল যাচাই বাছাই করে প্রাপ্য শিশুদের তালিকা করে তাদেরকে এ সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম, ইউনিয়ন সমাজকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মোসা. ময়না বেগম. মো. মনিরুল ইসলাম, মো. শাহ মাহমুদ ইমন, অর্জুন চন্দ্র শীল, শিশু সুরক্ষা সমাজকর্মী পংকজ গাঙ্গুলী প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ বলেন, গলাচিপা উপজেলায় ১২০ জন শিশুদের পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: