odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

সাংসদ সদস্য এমিলির ফুপু চলে গেলেন না ফেরার দেশে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ January ২০১৮ ০২:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ January ২০১৮ ০২:৩২

আমাদের অধিকারপাত্র ডটকম :  মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য  সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি মহোদয় এর মেঝো ফুফু, লৌহজং উপজেলার  কলমা নিবাসী প্রসিদ্ধ ফকির পরিবার এর, মিন্টু ও ফয়সাল আহমেদ  পিনটু র মা ফাতেমা বেগম আজ রাত ১১:৩০ এ ,ঢাকার গেন্ডারিয়া থানার কেপিটেল হাসপাতালে চিকিসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি…...... রাজিউন)।

মরহুমাকে পরিবারের সদস্যরা তার রামপুরার বাসায় নিয়ে গেছেন।  

পরিবারের সদস্যরা বলেন, আগামিকাল সোমবার বাদ যোহর  ঢাকায় মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

উনার রূহের মাগফেরাতের  জন্য সবাই দোআ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: