odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

উপদেষ্টা নাহিদে মেয়াদবিহীন ইন্টারনেট চালুর আহ্বান জানালেন

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৪ ০৪:০৬

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৪ ০৪:০৬

ঢাকা বুধবার  ১৯ সেপ্টেম্বর :;ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বাংলালিংক প্রতিনিধিদের বলেন

জনগণের চাহিদার বিবেচনায় মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর করার তাগিদ দেন

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বাংলালিংক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভিওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত, তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

এছাড়া কান টার্জিওগ্লু বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বলে জানান উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপস্থিত ছিলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা



আপনার মূল্যবান মতামত দিন: