odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

লালমনিরহাটে হিরোইনসহ আটক-১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ January ২০১৮ ২০:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ January ২০১৮ ২০:৫৪

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাট জেলার সদর উপজেলায় ৫১ পুড়িয়া হিরোইনসহ শরিফ আহমেদ(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।


বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালাটারী এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটককৃত শরিফ উপজেলার শহীদ শাহজান কলোনীর মৃত একলাসের পুত্র। এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাটারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৫১ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: