odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তাইজুলের ২’শ উইকেট

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৪ ২১:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৪ ২১:৪৩

 বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২’শ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের ২’শ উইকেট পূর্ণ করেন তাইজুল।
দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জিকে ৩০, ট্র্স্টিান স্টাবসকে ২৩, ডেভিড বেডিংহামকে ১১, রায়ান রিকেলটনকে ২৭ ও ম্যাথু বিট্রস্কিকে শূন্যতে আউট করেন তাইজুল। প্রথম দিন শেষে ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট দখল করেছেন তিনি।  
এই টেস্ট খেলতে নামার আগে ৪৭ ম্যাচে ১৯৬ উইকেট শিকার করেছিলেন ২০১৪ সালে অভিষেক হওয়া তাইজুল। ম্যাচের প্রথম দিন শেষে তাইজুলের টেস্ট পরিসংখ্যান দাঁড়িয়েছে- ৪৮ ম্যাচে ২০১ উইকেট। ইনিংসে ১৩বার ও ম্যাচে দু’বার ১০ উইকেট নেন তাইজুল। তার বোলিং গড়- ৩১.৬৬ এবং ইকোনমি ৩.০৩।
তাইজুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২’শ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।
বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট নিয়েছেন ৪৮ ম্যাচ খেলা স্পিনার মেহেদি হাসান মিরাজ।



আপনার মূল্যবান মতামত দিন: