odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে শ্রীলংকাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আকবর আলির ব্যাটিং ও মোসাদ্দেক হোসেনের বোলিংয়ে টাইগারদের দুর্দান্ত জয়।

আকবর-মোসাদ্দেকের ঝড়ে উড়ল শ্রীলংকা, কোয়ার্টারে বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ১৭:২২

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ১৭:২২

অধিকারপত্র ডটকম :

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ (বাসস):
অধিনায়ক আকবর আলির ব্যাটিং ঝড় ও মোসাদ্দেক হোসেনের ঘূর্ণি জাদুতে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। পুল-‘ডি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে টাইগাররা ১৪ রানে হারিয়েছে শ্রীলংকাকে।

মূল তথ্য:
বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান করে আকবর আলির নেতৃত্বাধীন দল। ওপেনার জিশান আলম শূন্য রানে ফেরেন, তবে হাবিবুর রহমান ঝড় তোলেন ৭ বলে ২১ রান করে। এরপর আকবর আলি ৯ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন (২ চার, ৪ ছক্কা)।

জবাবে শ্রীলংকার ব্যাটিং ধসে পড়ে মোসাদ্দেক হোসেনের বোলিংয়ে। তিনি ২ ওভারে ২০ রানে ৩ উইকেট তুলে নেন। শ্রীলংকা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট হয়। ম্যাচসেরা হন মোসাদ্দেক।

অধিনায়ক আকবর আলির মন্তব্য:
ম্যাচ শেষে আকবর বলেন, “টিম হিসেবে সবাই দারুণ খেলেছে। আমাদের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়।”

আগামীকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: