অধিকার পত্র স্পোর্টস ডেস্ক │ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে জয় পেল ভারত। ক্যারারা ওভালে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টিতে শুভমান গিল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
ভারতের ইনিংস
টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৬৭ রান।
শুভমান গিল করেন সর্বোচ্চ ৪৬ রান, সুর্যকুমার যাদব ২০, শিবাম দুবে ২২ এবং অক্ষর প্যাটেল ১১ বলে অপরাজিত ২১ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষের ওভারগুলোতে তার নিখুঁত বোলিং ভারতের রান কিছুটা চেপে ধরে।
বোলিংয়ে দাপট দেখায় ভারত
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৮ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধসে পড়ে স্বাগতিকরা।
অক্ষর প্যাটেল বল হাতে ছিলেন অনবদ্য— ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১২টি ডট বল করে কার্যত অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন তিনি।
শিবাম দুবে তুলে নেন টিম ডেভিড ও অধিনায়ক মিচেল মার্শের গুরুত্বপূর্ণ উইকেট। মার্শ ২৪ বলে ৩০ রান করে আউট হন আর্শদীপ সিংয়ের দুর্দান্ত ক্যাচে।
শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর গুগলিতে বোল্ড হয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ১১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা পারফরমার
অক্ষর প্যাটেল, যিনি আগের তিন ম্যাচে উইকেটশূন্য ছিলেন, এই ম্যাচে বল হাতে ফিরে পান দুর্দান্ত ছন্দ।
ব্যাটে-বলে ওয়াশিংটন সুন্দরের অলরাউন্ড পারফরম্যান্সও ভারতের জয়ের অন্যতম চালিকাশক্তি ছিল।

আপনার মূল্যবান মতামত দিন: