odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

পাটগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ January ২০১৮ ২১:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ January ২০১৮ ২১:০০

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার রক্তাক্ত মুমূর্ষ মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষক সুজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার কাফির বাজার থেকে বাড়ী ফেরার পথে এ ঘটাটি ঘটেছে। ধর্ষক সুজন পাটগ্রাম উপজেলার সরকারের হাট এলাকার আমীর হোসেন বিষাদুর ছেলে।


জানা গেছে, শনিবার সন্ধায় সন্ধায় কাফির বাজার থেকে বাড়ী ফেরার পথে সুজন তার মুখ চেপে ধরে পাশর্বর্তী ভূট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। এলাকাবাসীর খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


এ বিষয়ে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটির অবস্থা খুবই খারাপ। তার জড়ায়ু ও পায়ু পথে মারাতক ধরণের ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: