ঢাকা | মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

অশান্ত প্রদেশে প্রথম বেলুচ গভর্নর নিয়োগ করল ইরান

odhikarpatra | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:২৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ২৩:২৫

ইরানের সরকার বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে সংখ্যালঘু বেলুচ গোষ্ঠী থেকে প্রথম গভর্নর নিয়োগ দিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘সিস্তান-বেলুচিস্তানের গভর্নর হিসেবে মনসুর বিজারকে নির্বাচিত করা হয়েছে।’ বিজার (৫০) বালুচ সম্প্রদায় থেকে এসেছেন। এই সম্প্রদায়টি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের একটি সুন্নি মুসলিম জাতিগোষ্ঠী।

সিস্তান-বেলুচিস্তানে এক সুন্নি জেহাদি গোষ্ঠীর হামলার পর বিরাজকে এই নিয়োগ দেওয়া হলো। ওই হামলায় অন্ততপক্ষে ১০ জন পুলিশ সদস্য নিহত হয়। সুন্নি জিহাদি গোষ্ঠী জইশ আল-আদল (ন্যায়বিচারের সৈন্য) এ হামলায় দায়িত্ব স্বীকার করেছে।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এই প্রদেশটি দীর্ঘকাল ধরে চলমান বিচ্ছিন্নতাবাদীদের আন্তঃসীমান্ত হামলার কেন্দ্রস্থল। এই এলাকায় সুন্নি চরমপন্থী, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। 

২০১২ সালে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা গঠিত জইশ আল-আদলকে  ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েই ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর, এই প্রথমবারের মতো সেপ্টেম্বরে ইরান কুর্দিস্তান প্রদেশের জন্য প্রথম সুন্নি গভর্নর নিয়োগ করে।

আগস্টে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পল্লী উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংখ্যালঘু সুন্নি রাজনীতিবিদ আবদোলকারিম হোসেনজাদেহ’র নাম প্রস্তাব করেন। ইরানের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ সুন্নি। দেশটির রাষ্ট্রীয় ধর্ম শিয়া



আপনার মূল্যবান মতামত দিন: