odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬
মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা সাংবাদিকদের ওপর চড়াও নিরাপত্তা বাহিনী, রাজপথে সশস্ত্র টহল। সংকটে ভেনেজুয়েলার সংবাদপত্রের স্বাধীনতা।

ভেনেজুয়েলায় সাংবাদিকদের ব্যাপক ধরপাকড়: রাজপথে সশস্ত্র টহল ও ভীতিকর পরিবেশ

Special Correspondent | প্রকাশিত: ৬ January ২০২৬ ২২:০৫

Special Correspondent
প্রকাশিত: ৬ January ২০২৬ ২২:০৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পরবর্তী উত্তাল পরিস্থিতিতে দেশটিতে অন্তত ১৪ জন সংবাদকর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন প্রান্তে সংবাদ সংগ্রহের সময় তাদের আটক করা হয়। যদিও পরবর্তীতে অধিকাংশ সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত হিসেবে দেখছে স্থানীয় ও আন্তর্জাতিক মহল।

সাংবাদিক আটকের বিস্তারিত

ভেনেজুয়েলার মিডিয়া কর্মীদের ইউনিয়ন (SNTP) জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১৩ জনই বিদেশি সংবাদ সংস্থার হয়ে কাজ করছিলেন। তাদের রাজধানী কারাকাসের ন্যাশনাল অ্যাসেম্বলি এলাকা এবং আলতামিরা পাড়া থেকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজনকে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা (DGCIM) এবং গোয়েন্দা পুলিশ (SEBIN) তুলে নিয়ে যায়। আটক থাকা অবস্থায় সাংবাদিকদের মোবাইল ফোন তল্লাশি করা হয় এবং তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ও ব্যক্তিগত মেসেজগুলো যাচাই করা হয়। এছাড়া কলম্বিয়া সীমান্ত থেকেও দুই বিদেশি সাংবাদিককে কয়েক ঘণ্টা আটকে রাখার পর কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে। ইউনিয়নটি জানিয়েছে, এখনো অন্তত ২৩ জন সংবাদকর্মী দেশটিতে বন্দি রয়েছেন।

ডেলসি রদ্রিগেজের শপথ ও নতুন সমীকরণ

সাংবাদিকদের এই ধরপাকড় এমন এক সময়ে ঘটল যখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মাদুরো আটক হওয়ার পর সোমবারই তিনি দায়িত্ব গ্রহণ করেন। ট্রাম্প প্রশাসনের সাথে সহযোগিতা করার বিষয়ে রদ্রিগেজ ইতিবাচক ইঙ্গিত দিলেও দেশটির রাজপথে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান বিন্দুমাত্র কমেনি।

রাজপথে ভয় ও সেন্সরশিপ

কারাকাসের সাধারণ মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুখোশধারী সশস্ত্র পুলিশ এবং সরকার সমর্থিত গোষ্ঠী 'কোলেকটিভোস' (colectivos) রাজপথে টহল দিচ্ছে। পেতারে এলাকার এক বাসিন্দা জানান, "মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পর্যন্ত চেক করছে। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।" অপর এক বাসিন্দা জানান, নিরাপত্তা বাহিনী রাস্তায় লোক থামিয়ে তাদের মোবাইল ফোনে সরকারবিরোধী কোনো তথ্য বা ভিডিও আছে কি না তা পরীক্ষা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডাডো কাবেলো সশস্ত্র পুলিশের সাথে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মূলত নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের জানান দিয়েছেন।

প্রেক্ষাপট: মাদুরোর আটক ও বর্তমান সংকট

গত ৩ জানুয়ারি ভোরে মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কারাকাস থেকে আটক হন। বর্তমানে তারা নিউইয়র্কে মার্কিন হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস বা 'নারকো-টেররিজম' এর অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকেই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। বিরোধীদের দাবি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ওই নির্বাচনে মাদুরো পরাজিত হলেও জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিলেন। এর পরবর্তী দমন-পীড়নে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল, যা বর্তমানে এক নতুন এবং অনিশ্চিত মোড় নিয়েছে। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের ওপর এই নিয়ন্ত্রণ দেশটির ভবিষ্যৎ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: