odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

বি-৫২ বোমারু বিমান মোতায়েন মার্কিনীদের এতদঞ্চলে ‘অস্থিতিশীলতাকামী উপস্থিতি’ : ইরান

odhikarpatra | প্রকাশিত: ৪ November ২০২৪ ২২:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৪ November ২০২৪ ২২:৩৭

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বি-৫২  বোমারু বিমান মোতায়েনকে ‘অস্থিতিশীল উপস্থিতি’ অভিহিত করে এর কঠোর সমালোচনা করেছেন।

তেহরান থেকে এএফপি জানায়, এক সংবাদ সম্মেলনে মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি, এই অঞ্চলে আমেরিকার এ ধরনের পদক্ষেপ একটি অস্থিতিশীল উপস্থিতি।  তবে এটা ইরানের আত্মরক্ষার  সংকল্পের জন্য বাঁধা  হবে না।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শনিবার জানায়, ইরান সম্প্রতি তার সামরিক স্থাপনায় ইসরাইলি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েনে তাদের এই সিদ্ধান্তটি ইরানের জন্য সতর্কতা বার্তা।

১ অক্টোবর ইসরাইলের  ক্ষেপণাস্ত্র ব্যারেজের ইরানি হামলার প্রতিশোধ নিতে ইসরাইল ২৬ অক্টোবর সর্বশেষ হামলা চালায়। ইরান-সমর্থিত  গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও লেবাননের বৈরুতে বিপ্লবী গার্ড কমান্ডার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ নিতে ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০  ক্ষেপণাস্ত্র  ছোড়ে তেহরান। ওই হামলার পর ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর হুমকি দেয় ইসরাইল।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত ইসরাইলের বিরুদ্ধে ইরানের জবাব হবে ‘নির্ধারিত ও সুদৃঢ়’- একথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘ইরান গাজা ও লেবাননে যুদ্ধবিরতির সমস্ত উদ্যোগ ও প্রচেষ্টা’ সমর্থন করেছে।

সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ  নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বাঘাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত’ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: