odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

অবিলম্বে গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন পাস করুন : বিএফইউজে, ডিইউজে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ February ২০১৮ ২২:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ February ২০১৮ ২২:৩৫

অবিলম্বে গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন পাস করার দাবি জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।


নেতৃবৃন্দ শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, বিএফইউজে নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। এ জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তারা বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফল যাতে গণমাধ্যমের সকলেই বিশেষ করে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরতরাও পেতে পারেন সে জন্য উল্লেখিত আইনটি পাস করা জরুরি। বিএফইউজে’র পক্ষ থেকে তিন বছর আগেই আইনের খসড়া তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।


নেতৃবৃন্দ আশা করেন, নবম ওয়েজ বোর্ডের প্রথম বৈঠকের পূর্বেই সরকার এ আইনটি কার্যকর করবেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: