odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

রাজশাহীতে ২ এসএসসি পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৮ ২০:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৮ ২০:০২

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী এবং অপর একজন এক পরীক্ষার্থীর বাবা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার হলদারপাড়া গ্রামের আবদুল মোমিন (৩৫), তার ছেলে মোস্তাফিজুর রহমান (১৬) ও পুঠিয়া সদরের হাবিল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (১৬)।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, আবদুল মোমিন তার ছেলেসহ দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে উপজেলার তারাপুর এলাকায় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মনোয়ার হোসেন জানান, কোন গাড়ির নিচে তারা চাপা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

লাশ তিনটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: