odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

সংসদে বালাইনাশক (পেস্টিসাইডস) বিল ২০১৮ উত্থাপন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৮ ২০:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৮ ২০:০৭

বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন বিক্রয় বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণসহ আনুসাঙ্গিক বিষয়ে বিধানের প্রস্তাব করে আজ সংসদে বালাইনাশক (পেস্টিসাইডস) বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।


কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। বিলে বিদ্যমান পেস্টিসাইডস অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়।


বিলে নিবন্ধন ব্যতিত বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন, মোড়কজাতকরণ পুনঃমোড়কজাতকরণ, বিক্রয় ও মজুত অথবা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়।


বিলে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, নিবন্ধনের মেয়াদ, বিন্ধন নবায়ন, নিবন্ধন বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়।


বিলে লাইসেন্স ব্যতিত, বালাইনাশক আমদানি, উৎপাদন, তৈরি, মোড়কজাত, পুনঃমোড়কজাত বিক্রয় ও বাণিজ্যিক ভিত্তিতে কীট প্রতঙ্গ নিয়ন্ত্রণের পদ্ধতি পরিচালনা এবং কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে বিধানের প্রস্তাব করা হয়।


বিলে লাইসেন্সের আবেদন, লাইসেন্সের মেয়াদ, নবায়ন, লাইসেন্স হস্তান্তর, লাইসেন্স স্থগিত ও বাতিল, আমদানি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ, লেবেল ব্যবহারে বাধ্যবাধকতা, বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষমতা, বালাইনাশক সংরক্ষণ ও ব্যবহার বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি গঠন, বালাইনাশক গবেষণাগার, পরিদর্শক নিয়োগ ও তা ক্ষমতা-কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।


এছাড়া বিলে বিধান লংঘনজনিত অপরাধে বিচার ও সুনির্দিষ্ট শাস্তি বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: