odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

নির্ধারিত সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : সুইস প্রেসিডেন্ট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৮ ২১:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৮ ২১:০০

সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট অ্যালেন বেরসে আজ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ নির্ধারিত সময়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-সুইজারল্যান্ড বিজনেস ফোরামে প্রধান অতিথির ভাষণে এ আশাবাদ ব্যক্ত করেন।


বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।


পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও বিজনেস ফোরামের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বাংলাদেশে সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে অ্যালেন বেরসে বলেন, দু’দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।


পরিকল্পনামন্ত্রী বলেন, সুইস প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো গভীর হবে।


তিনি বাংলাদেশকে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান হিসেবে উল্লেখ করে সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের এদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান। লোটাস কামাল হিসেবে পরিচিত আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের এতো সুযোগ-সুবিধা পৃথিবীতে অন্যকোন দেশ দেয়নি।

মন্ত্রী রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সুইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: