odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছাতে হবে –জেলা প্রশাসক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ February ২০১৮ ১৯:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ February ২০১৮ ১৯:৪৭

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেছেন, সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছাতে হবে। জনগণের মান উন্নয়নে সরকার কাজ করছে।

জনগনের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন করা হবে। এই জেলা কৃষিতে সফলতা অর্জনে সক্ষম। নন্দীগ্রামে গত মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা হলরুমে এসডিজির লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, প্যানেল মেয়র আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন প্রমূখ।

এরপূর্বে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: