odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামীসহ ৭ জনকে ফেরত দিল ভারতীয় পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৪ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৪ ২২:৩৪

ভারতে পালিয়ে থাকা জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহসহ ৭ বাংলাদেশীকে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ফেরত আসা রহমতউল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁকে নারায়ণগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা রহমতউল্লাহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ এপ্রিল রাজধানী ঢাকার দারুসসালাম থানা ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাই ও পুলিশ সদস্য হত্যার পর তিনি ভারতে পালিয়ে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠান ভারতের আদালত। তথ্য অনুসন্ধানে রহমতউল্লাহ’র ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ সরকার । দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে।

তার সঙ্গে ফেরত পাওয়া অন্য ৬ জনকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের কাছে তাদের তুলে দেওয়া হবে। ফেরত আসা ৬ জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পটুয়াখালী ও একজনের বাড়ি দিনাজপুর।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: