odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

সালমান এফ রহমান পরিবারের ৫৯ বিঘা জমি জব্দের আদেশ

odhikarpatra | প্রকাশিত: ২৩ January ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৩ January ২০২৫ ২৩:৪২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ১ হাজার ৯৬৭ শতাংশ বা ৫৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব স্থাবর সম্পদের বাজার মূল্য ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা। গত ১৩ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করে সিআইডি। আদালত শুনানি নিয়ে এ সম্পদ জব্দের আদেশ দেন। এর মধ্যে অন্তত ৬০টি সম্পদ শায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত। জব্দ হওয়া সম্পদের মধ্যে সালমান এফ রহমান ও তাঁর ছেলের নামে থাকা যে সব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো দোহার এলাকায় অবস্থিত।

গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৪ আগস্ট তাকে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরে গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতার দেখানো হয় একাধিক মামলায়।



আপনার মূল্যবান মতামত দিন: