odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০১৮ ১৬:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০১৮ ১৬:৫৪

জেলার নগরমোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আসাদুল হোসেনের ছেলে এবং লাহিনী বটতৈলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

আজ সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার নগরমোহাম্মদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সকালে আসিফ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে লাহিনী বটতৈলা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ট্রলিকে আটক করলেও চালক পালিয়ে যায়।


পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: