odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সেল্টিককে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল বায়ার্ন

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৫ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৫ ০০:০১

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। গতরাতে প্লে-অফে প্রথম লেগের ম্যাচে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছে সেল্টিককে।

প্রতিপক্ষের মাঠ সেল্টিক পার্কে প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিলো বায়ার্ন। কিন্তু অফসাইডের কারণে গোল হজম করতে হয়নি তাদের।

এরপর যথাক্রমে ৩১ ও ৪৩ মিনিটে গোলের ভালো সুযোগ হারায় বায়ার্ন। তবে প্রথমার্ধের শেষ মিনিটে ঠিকই প্রথম গোল আদায় করে নেয় তারা।

৪৫ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেয়ে যায় বায়ার্ন। জশুয়া কিমিচের কর্নার থেকে চমৎকার ভলিতে গোল করেন হ্যারি কেইন।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৪ ম্যাচে ৭৩তম গোল করলেন কেইন। এছাড়া প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ৬০ গোল করলেন তিনি।

২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বায়ার্ন। তবে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সেল্টিক। ৭৯ মিনিটে কাঙ্খিত গোলে ব্যবধান কমায় সেল্টিক। কর্নার থেকে বল পেয়ে গোল করেন দাইয়েন মায়েদা।

ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে, ২-১ গোলে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

আগামী ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে নিজেদের মাঠে সেল্টিকে মুখোমুখি হবে বায়ার্ন।



আপনার মূল্যবান মতামত দিন: