ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কুয়েটে ‘ছাত্রদলের হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল ইবি ক্যাম্পাস

odhikarpatra | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪১

ইবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদমিনারে এসে সমবেত হয়।

এসময় শিক্ষার্থীরা, " সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও", "আবু সাইদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ", " আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই" স্লোগান দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কুয়েটের মতো রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনীতি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। জুলাই বিপ্লবের পর প্রথম ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসী হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে কুয়েটে যে ন্যাক্কারজনক হামলা করেছে সেটা ইবিতেও হতে পারে। সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। কুয়েটের প্রশাসনকে বলবো তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে।যেভাবে ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কায়দায় হামলা চালাতো একইভাবে আজকের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের পরিণয় থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের।

ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই বিপ্লবের সময় যখন সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করে তখন আমরা সেই কার্যক্রমকে সন্ত্রাসী বলেছিলাম তেমনি বর্তমান যদি সন্ত্রাস ছাত্রদল হয়ে থাকে আমার সন্ত্রাসী বলতে আপত্তি নাই। কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে ছাত্রদলের সন্ত্রাসীরা যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেভাবে তাদের নাম ধরে বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে সংস্কারের কাজ করে যাচ্ছে সেই মূহুর্তে শেখ হাসিনার দোসররা সারা বাংলাদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। সে ছাত্রদল কিংবা শিবির হোক বা ডান বাম সে যেই হোক না কেন, যদি দেশ সংস্কারে সন্ত্রাসী কায়দায় যেকোনো ধরনের হামলা সাথে জড়িত হয়, আমরা তাদের দ্রুত শাস্তি চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আমরা কারা অনেকে জানতে চায়, আমরা তারাই- ইদের পরে আন্দোলন করার মানুষ নই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ নেতাকে ধরিয়ে থানায় দিতে পারেন তাহলে পাঁচশ টাকা পুরস্কৃত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: