odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ডাকেটের রেকর্ড সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩৫১ রান

odhikarpatra | প্রকাশিত: ২২ February ২০২৫ ২১:২২

odhikarpatra
প্রকাশিত: ২২ February ২০২৫ ২১:২২

ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান করেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান। ডাকেট ১৪৩ বলে ১৬৫ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ফিল সল্টকে ১০ ও জেমি স্মিথকে ১৫ রানে আউট করেন পেসার বেন ডোয়ার্শিস। তৃতীয় উইকেটে ১৫৫ বলে ১৫৮ রানের জুটিতে ইংল্যান্ডকে ভাল অবস্থায় নেন ডাকেট ও জো রুট। জুটিতে রুট ৪টি চারে ৭৮ বলে ৬৮ রান করে আউট হন রুট। ৩২তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ৯৫ বল খেলা ডাকেট। মিডল অর্ডারে হ্যারি ব্রুক ৩, অধিনায়ক জশ বাটলার ২৩ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রানে আউট হলেও এক প্রান্ত আগলে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন ডাকেট। ব্যক্তিগত দেড়শ’ রান ছাড়িয়ে ইনিংস বড় করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৪৮তম ওভারে দলীয় ৩২২ রানে অস্ট্রেলিয়ান স্পিনার মার্নাস লাবুশেনের বলে আউট হন ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৪৩ বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৫ রানের ইনিংস খেলা ডাকেট। টুর্নামেন্টে আগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে অপরাজিত ১৪৫ রান করেছিলেন অ্যাস্টল। ডাকেট ফেরার পর শেষ দিকে ২টি চার ও ১টি ছক্কায় ১০ বলে অপরাজিত ২১ রান করেন জোফরা আর্চার। এতে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৪ আসরে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান করেছিলো নিউজিল্যান্ড। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে ডোয়ার্শিস ৩টি, এডাম জাম্পা ও লাবুশেন ২টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: