odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো দিনাজপুর২৪.কমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৯:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ February ২০১৮ ১৯:৫৩

প্রেসবিজ্ঞপ্তি: ১৪ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর২৪.কম এর প্রধান কার্যালয় আব্দুর রহিম সুপার মার্কেট (২য়তলা), বাহাদুর বাজার দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো অনলাইন পত্রিকা দিনাজপুর টুয়েন্টিফোর ডট কম (দিনাজপুর২৪.কম) এর অষ্টম প্রতিষ্ঠা বাষিকী।

‘যেখানেই ঘটনা সেখানেই আমরা’ এই শ্লোগানটি নিয়ে এগিয়ে যাচ্ছে দিনাজপুর২৪.কম এর সর্বপ্রথম অনলাইনটি পত্রিকাটি।


অনুষ্ঠানের মুল সূচি প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাফরান আরা। পবিত্র গীতা পাঠ করেন সাংবাদিক কাশী কুমার দাস। এরপর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক, কলামিষ্ট, গবেষক জোবায়ের আলী জুয়েল, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীন
সাংবাদিক শেখ আবুল হাসানাত, বিশিষ্ট কলামিষ্ট কাওসার আলী, দিনাজপুর২৪.কম এর বার্তা সম্পাদক এম আহসান কাবির,দিনাজপুর২৪.কম  এর চীফ নিউজ এডিটর নূর ইসলাম নয়ন।

সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক এম.এ. সালাম, মঞ্জরুল আলম পল্লব,
রথিন্দ্র নাথ, জাহিদ হোসেন। দিনাজপুর টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক এস. এন আকাশ সভাপতির বক্তব্যে বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পন। যেই দর্পনের মাধ্যমে সমাজের সত্য-মিথ্যা প্রকাশ পায় সর্বত্রই। উত্তরবঙ্গের সর্বপ্রথম অনলাইন পত্রিকা দিনাজপুর২৪.কম।

তিনি বলেন বর্তমানে ৩টি মিডিয়ার বাংলাদেশে প্রচলিত ও প্রচারিত হচ্ছে এক হলো প্রিন্ট মিডিয়া, দ্বিতীয়টি হলো ইলেকট্টিক মিডিয়া ও ৩য়টি হলো অনলাইন মিডিয়া। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারী এই অনলাইন পত্রিকটির
যাত্রা শুরু করে। দেখতে দেখতে হাটি হাটি পা পা করে পত্রিকাটি ৮ম বর্ষে পর্দাপন করলো।


দিনাজপুর টুয়েন্টিফোর ডট কম মাটি ও মানুষের বিভিন্ন সমস্যা তুলে দেশে এবং বিদেশে প্রচুর সুনাম অর্জন করেছে। আমরা মনে করি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দিনাজপুর টুয়েন্টি ফর ডট কম আরো এগিয়ে যাবে। প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, এই অঞ্চলের স্থানীয় ইস্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

ঘটনা যেখানেই ঘটুক সংবাদ পত্র কর্মীদের সেখানে গিয়েই তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য প্রযুক্তির যুগে অনলাইন পত্রিকার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারলে যেমন পাঠক প্রকৃত সংবাদ জানতে পারবে তেমনি দেশ ও জাতির উন্নয়ন সাধিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: