odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

জীবনতো একটাই তাই স্বাভাবিক জীবন চাই, অঙ্গীকার ৮ মাদক ব্যাবসায়ীর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ February ২০১৮ ২১:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ February ২০১৮ ২১:১০

বগুড়া প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা সদরের কুণ্ডুপাড়া এলাকার ৮জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

বুধবার সকালে শহরতলা বিএডিসির পুরাতন গোডাউন চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তারা স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গিকার করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, পুলিশের জেলা বিশেষ শাখার এসআই মঈন উদ্দিন চৌধুরী, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র আজিম মিস্ত্রী, পৌর কাউন্সিলর আ’লীগ নেতা এসএম কায়কোবাদ, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পুলক কর্মকার প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ ৮মাদক ব্যবসায়ীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে শপথবাক্য পাঠ করান এবং তাদেরকে পুনবার্সনের লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



আপনার মূল্যবান মতামত দিন: