ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫ ২১:০৯

odhikarpatra
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫ ২১:০৯

 চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।


আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

জানা গেছে, ব্রিজের ওপর খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই সীমান্ত জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গেছে। স্বজনরা হাসপাতাল থেকে নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: