odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ইবির নাটোর জেলা কল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সম্পাদক ফেরদৌস

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ০৩:২৫

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ০৩:২৫

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি"র ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ড. রহুল কে এম সালেহ, ড. মো.শাহাবুল আলম, ড. মো.বারী, মো.আলাল উদ্দিন ও ড.এ টি এম মিজানুর রহমান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে বাংলা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহনাজ আফরিন মেঘ।

দায়িত্ব পাওয়ার পর সভাপতি মো. মেহেদী হাসান বলেন, "শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সভাপতি হিসেবে আমি প্রতিটি সদস্যের দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: