odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখায় ফ্যাসিস্ট তৈরি হয়েছিল

odhikarpatra | প্রকাশিত: ২১ May ২০২৫ ২৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২১ May ২০২৫ ২৩:৩৪

সিলেটে চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উদ্যোগে আজ বুধবার সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গণমাধ্যম ঠিকমতো ভূমিকা রাখতে পারলে কোথাও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে না। বিগত দিনে গণমাধ্যম যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলেই বাংলাদেশে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। ছাত্র-জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।’

বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় চাটুকারিতা পরিহার করে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে ওয়াচডগ হিসেবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার। তিনি গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি, আন্দোলন চলাকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক নেতাদের ভূমিকার নানা উদাহরণ তুলে ধরেন। আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিকদের আত্মত্যাগের নানা দিকও তুলে ধরেন।

আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুর হকের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিনিয়র সাংবাদিক এমএ মতিন, মনিরুজ্জামান মনির, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ফয়সল আলম, নূর আহমদ ও খালেদ আহমদ।



আপনার মূল্যবান মতামত দিন: