odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৫ ০০:০৬

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৫ ০০:০৬

রাজবাড়ীর পাংশায় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও একই পৌরসভার অশোক কুমার রায় (৬০)। 

পুলিশ জানিয়েছে, সকালে তারা পাংশা এলাকায় মহাজনের হালখাতা অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের অদূরে নওপাড়ায় এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: