odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফ’র পুশ ইনের সময় আটক

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৪:২০

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৪:২০

চার বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশ-ইন করার সময় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে দু’জন নারী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে দু’জন পুরুষকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের সময় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার ডহর শেখহাটি গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), যশোর জেলার শার্শা উপজেলার বাইরাকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী মোছা. রুপালি খাতুন (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের মেয়ে মনোয়ারা খাতুন (৬৩)।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে বিওপির পিলার ৩৩৫/এমপি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামচন্দ্র বিওপির ৩২৮/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সদস্যরা প্রথমে দু’জন নারী এবং পরে আরও দু’জন পুরুষ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর সময় বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে দু’জন পুরুষকে দিনাজপুর জেলার বিরল এবং দুই নারীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবি দু’জন নারীকে আটক করে থানায় দিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: