odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনায় আরো এক কর্মকর্তা আটক

odhikarpatra | প্রকাশিত: ২৬ May ২০২৫ ১৫:০৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ May ২০২৫ ১৫:০৬

গত সপ্তাহে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় হওয়া দুর্ঘটনার জেরে আরো এক কর্মকর্তাকে আটক করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


বুধবারের দুর্ঘটনায় ৫ হাজার টনের নৌ-বিধ্বংসী জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, গত বুধবার বন্দর নগরী চোংজিনে জাহাজটি উদ্বোধনের সময় ‘গুরুতর দুর্ঘটনা’ ঘটে। এতে নবনির্মিত ডেস্ট্রয়ারটির তলদেশের বেশ কিছু অংশ ভেঙে পড়ে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ ঘটনাকে ‘চরম অবহেলার ফলে সংঘটিত অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেন।

রোববার দলীয় কেন্দ্রীয় কমিটির গোলাবারুদ শিল্প বিভাগে কর্মরত উপ-পরিচালক রি হিয়ং সনকে তলব করে আটক করা হয়। কেসিএনএ জানিয়েছে, “তিনি এই গুরুতর দুর্ঘটনার জন্য অনেকটাই দায়ী।”

এর আগে, দুর্ঘটনার জেরে জাহাজ নির্মাণ প্রকৌশলীসহ তিনজনকে গত সপ্তাহান্তে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে আটক করা হল ।

কেসিএনএ শুক্রবার আরো জানিয়েছে, শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকেও তলব করেছে আইন প্রয়োগকারী সংস্থা। 

উদ্বোধনকালে দুর্ঘটনার পর জাহাজটির ভারসাম্য পুনরুদ্ধারে কাজ চলছে এবং তা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এগোচ্ছে বলেও জানা যায়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ি, ওয়াশিংটন ও সিউলের গোয়েন্দা বিশ্লেষণে জানা গেছে, উত্তর কোরিয়ার জাহাজটি পাশ দিয়ে পানিতে নামানোর চেষ্টা (সাইড-লঞ্চ) ব্যর্থ হয়ে একদিকে কাত হয়ে পড়ে।

তবে কেসিএন বলেছে, পানির নিচে ও অভ্যন্তরীণ পরিদর্শনে দেখা গেছে, ‘জাহাজটির তলদেশে কোনো ছিদ্র হয়নি’ এবং ক্ষয়ক্ষতিও ‘গুরুতর নয়’।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, নতুন যুদ্ধজাহাজটির গঠন ও ক্ষমতা সম্প্রতি উত্তর কোরিয়ায় উন্মোচন হওয়া ৫ হাজার টন ওজনের ‘চোয়ে হিয়ন’ শ্রেণির ডেস্ট্রয়ারের মতই।

অন্যদিকে, উত্তর কোরিয়ার দাবি, চোয়ে হিয়ন “সবচেয়ে শক্তিশালী অস্ত্র” বহন করতে সক্ষম এবং এটি আগামী বছরের শুরুর দিকে কার্যক্রম শুরু করবে।

সিউলের ধারণা, যুদ্ধজাহাজটি রাশিয়ার কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে। বিনিময়ে ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: