odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বজ্রপাতে ময়মনসিংহে শিশুসহ নিহত ২ 

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৫ ২৩:৫২

ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইলে পৃথক পৃথক  বজ্রপাতে এক কৃষক ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২) এবং নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)।

জানা গেছে, বেলা ১১টার দিকে কৃষক সোহাগ মিয়া ব্রহ্মপুত্র নদের চর এলাকায় গরু চড়াতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়। 

সোহাগ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন।

এদিকে নান্দাইল উপজেলার কামালপুর গ্রামে বাড়ির পাশে বৃষ্টির মধ্যে খেলছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুল গাজীপুরের মাওনায় একটি স্কুলে পড়াশোনা করতেন এবং পরীক্ষার পর সম্প্রতি বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: