odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ড. জিল্লুর রহমানের ইন্তেকালে ইবি ছাত্রশিবিরের শোক প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৫ ২০:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৫ ২০:৪৩

ইবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৩ জুন) ইবি শাখা প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে শোক বার্তা জানানো হয়।

যৌথ শোক বার্তায় ইবি ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ড. জিল্লুর রহমান আজ (৩ জুন) সকাল ৫টা ৫মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দা'য়ী ও যোগ্য অভিভাবককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

নেতৃবৃন্দ বলেন, “সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. জিল্লুর রহমান ছিলেন একজন সজ্জন, নিষ্ঠাবান এবং দূরদর্শী ছাত্রনেতা- যিনি তার চারিত্রিক মাধুর্য ও কর্মদক্ষতার জন্য সর্বমহলে সমাদৃত ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবেও তিনি ছিলেন শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিতপ্রাণ। মরহুম ড. জিল্লুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ছাত্রশিবিরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ দায়িত্বশীলকে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিই গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফিরদাউসের সুমহান মর্যাদা লাভের জন্য মহান রবের দরবারে আকুল প্রার্থনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমিন।”

উল্লেখ্য, এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 



আপনার মূল্যবান মতামত দিন: