odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত একই পরিবারের ৪ জন

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:৫৭

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি অটো রিকশাকে বালু বোঝাই মিনি ট্রাক ধাক্কা দিলে একজন নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহীন আহম্মদ (১৪)। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকার মানারুল ইসলামের পুত্র। আহতরা হলেন, সিএনজি অটো রিকশা চালক বাবলু (৩০), বাবলুর ছেলে মানারুল (২), মেয়ে তানিশা (৯) ও স্ত্রী সুমি আক্তার (২৫)। 


আজ শনিবার দুপুরে উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের সবাইকে বারইয়ারহাটস্থ বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত সিএনজি অটোরিক্সা চালক বাবলুর চাচাতো ভাই আকবর হোসেন বলেন, শনিবার দুপুরে পরিবার নিয়ে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে শ্বশুর বাড়িতে দাওয়াতে যাচ্ছিল বাবলু। এসময় তার সিএনজি অটো রিকশাটি চিনকিরহাট এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি বালু বোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবলুর চাচাতো ভাই শাহীন নিহত হয়। এসময় বাবলু ও তার  স্ত্রী সন্তান গুরুত্ব আহত হয়। প্রাথমিকভাবে  স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বারইয়ারহাটস্থ বিএম হাসপাতালে ভর্তি করায়। পরে তাদের গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চিনকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। 



আপনার মূল্যবান মতামত দিন: