odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

পাঁচ সচিব ও একজন গ্রেড-১ কর্মকর্তাকে অবসর প্রদান

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৫৬

চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে অবসর প্রদান প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় ৫জন সচিব এবং ১ জন গ্রেড-১ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই অবসর আদেশ জারি করা হয়। অবসরপ্রাপ্তরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান (৫৭০৯) এনডিসি,

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার(৭৬২৭), ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম (৫৬৫২), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর(সচিব) ড. মোহাম্মদ সহিদ উল্যাহ (৫৯৩৬), জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন (৫৯৮০) এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র (৬০২৫)।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: