odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে সিলেটে ক্রিকেট উৎসব

odhikarpatra | প্রকাশিত: ২৩ June ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৩ June ২০২৫ ২৩:৪০

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্রিকেট উৎসব। এই বর্ণিল আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। তিনি ক্রিকেট ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, নারী ক্রিকেটের উন্নয়নসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার। অনেক অভিভাবকও অংশ নেন ক্রিকেট বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণে।

আয়োজনে ছিল স্পিন ও পেস বোলার হান্ট, কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, হিট দ্য স্ট্যাম্প প্রতিযোগিতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৌরবগাথা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কোচ ও অভিভাবকরা। তাদের দাবি, এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, এই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দিনশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় রঙিন এই আয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: