odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ইবি'র চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২৭ June ২০২৫ ২১:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২৭ June ২০২৫ ২১:৩৪

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এবছর ৭৬৪ শিক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে ১৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট পরীক্ষার্থীর ২৫ শতাংশ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য জানান, গুচ্ছের ২৪ -২৫ সেশনের পরীক্ষার ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: