odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বজ্রপাতে জয়পুরহাটে কলেজছাত্রের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৫ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৫ ২৩:৪৩

জয়পুরহাটে আঃ  হান্নান ২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আমিরা গ্রামের চাতর পুকুরের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত হান্নান আমিরা গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আব্দুল হান্নান জাফর তাদের নিজের জমিতে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ  বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে হান্নান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, আইনি পক্রিয়া শেষে শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: