odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

গলাচিপায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ July ২০২৫ ২২:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ July ২০২৫ ২২:৩৭

 ১৮ জুলাই ২০২৫:

গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ প্রাঙ্গণ। খেলাটি দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মামুন, যিনি টুর্নামেন্টের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, "এ ধরনের ক্রীড়া আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃসিদ্দিকুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃআসাদুজ্জামান সবুজ প্যাদা, উপজেলা যুবদলের এক নং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মঈন,হাওলাদার, ও মোঃমিজানুর রহমাব গোলখালী ইউনিয়ন বিএন পির সভাপতি মোঃ আনোয়ার ও গোলখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল গাজী, গোলখালী ইউনিয়ন ছাত্রদলে সভাপতি মোঃগাজী আসাদুর রহমান ও সহ সভাপতি মোঃ ইলিয়াস ও সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম গোলখালী ইউনিয়ন যুবদল নেতা গাজী হাচান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ উপস্থিত ছিলেন

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

উল্লেখ্য, টুর্নামেন্টটি গোলখালী ইউনিয়ন ক্রীড়া প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালী



আপনার মূল্যবান মতামত দিন: