odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে

লাওসকে ৩-১ গোলে উড়িয়ে বাংলাদেশর শুরু

odhikarpatra | প্রকাশিত: ৬ August ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৬ August ২০২৫ ২৩:৫৮

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আজ গ্রুপের প্রথম ম্যাচে  স্বাগতিক লাওসকে ৩-১ গোলে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

বুধবার ভিয়েনতিয়েনে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে কর্ণার থেকে আসা বল বক্সের মধ্যে থেকে হেডের সাহায্যে জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫৯ মিনিটে তৃষ্ণার থ্রু পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন মুনকি আক্তার। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে লাওস। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে পরাস্ত করেন লাওসের ফরোয়ার্ড আন্না কিউ অনসি। যোগ হওয়া সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: