odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশালমিছিল

odhikarpatra | প্রকাশিত: ৩০ August ২০২৫ ২৩:৩৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ August ২০২৫ ২৩:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আজ  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,  ঢাকার প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে  মশাল  নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ  এবং  প্রতিবাদ মিছিল  করেন।

ঢাকায় কিছুদিন আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হামলার নিন্দা জানিয়ে একটি মশাল মিছিল বের করেন। মিছিলের মধ্য দিয়ে তারা তাদের অশান্তির কথা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপকালে, তারা জানান, ‘‘এই ধরনের হামলা শিক্ষার পরিবেশকে অস্থির করে তোলে। আমরা চাই, দ্রুত বিচার হোক এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।’’

মশালমিছিলটি চবি ক্যাম্পাসের প্রধান সড়ক দিয়ে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা এই প্রতিবাদে সহমত পোষণ করে, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে, এবং তারা আশ্বাস দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে তারা এই ধরনের সহিংসতা থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনোই সহিংসতার পক্ষে নয়। আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করুক।’’

এদিকে, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে, এবং হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: