odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫
শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে : অর্থমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে : অর্থমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ March ২০১৮ ২২:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ March ২০১৮ ২২:৩৫

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে : অর্থমন্ত্রী

: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত- সমৃদ্ধ দেশে পরিনত হবে। ।
বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আজ সকাল ১০ টায় সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। ব্যাংকারদের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির চর্চা মানুষের দেহ মন ভালো রাখে। মানুষের দেহ ও মানসিক সুস্থতা তার কাজে গতি আনে। তাই ক্রীড়া ও সাহিত্য মানুষের কর্ম দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। একই রকমভাবে পরিকল্পনামতো কাজ করা গেলে শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
পরে মন্ত্রী সরকারী শিশু পরিবার রায়নগর, সিলেটের শিশুদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় শিশুরা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, বর্তমান সরকারের উন্নয়নের প্রতীক পদ্মাসেতুসহ বিভিন্ন রকম স্থাপনার ডিসপ্লে করে।
বাংলাদেশ ব্যাংক আন্তঃ অফিস ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মদ নাজমানারা খানুম, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের সভাপতি মোঃ বদরুদ্দোহা ও সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাশ।



আপনার মূল্যবান মতামত দিন: