ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করছে: জোনায়েদ সাকি

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২৫ ২৩:৩৯

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এর ফলে নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সহিংসতা, দমন-পীড়ন ও অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সহিংসতা এড়িয়ে গণতান্ত্রিক আচরণ বজায় রাখার অনুরোধ জানান।



আপনার মূল্যবান মতামত দিন: