বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর সিলেট সফরে গিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করবেন। আগামী বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তিনি এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন বলে জানা গেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমায় একটি দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে প্রথমবারের মতো তারেক রহমান শ্বশুরবাড়িতে যান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর এবার দ্বিতীয়বারের মতো তিনি সেখানে যাচ্ছেন।
✈️ সফরের বিস্তারিত সূচি
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বুধবার রাতে আকাশপথে সিলেট পৌঁছাবেন। বিমানবন্দরের অদূরে অবস্থিত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হবেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন।
🏡 শ্বশুরবাড়িতে প্রস্তুতি
স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্র জানায়, বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের স্বজনেরা তারেক রহমানকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাতের খাবারের আয়োজনও রাখা হয়েছে। একই সঙ্গে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
📢 জনসভা ও মতবিনিময়
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে সকাল ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সিলেটের কর্মসূচি শেষে তিনি সড়কপথে ঢাকায় ফেরার সময় মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় অংশ নেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
👨👩👧 পারিবারিক প্রেক্ষাপট
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের পিতা সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।
২১ বছর পর সিলেটে শ্বশুরবাড়িতে যাচ্ছেন তারেক রহমান
#তারেক_রহমান #সিলেট_সফর #বিএনপি #সিলেট_সংবাদ #শ্বশুরবাড়ি #জাতীয়_রাজনীতি #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: