odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

চরমোনাই পীর রহ. এর জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ২০:১৬

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ২০:১৬

স্টাফ রিপোর্টার | পটুয়াখালী | অধিকার পত্র

বাংলাদেশে ইসলামী চিন্তাধারার পুনর্জাগরণে অনন্য ভূমিকা রাখা সমাজ সংস্কারক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.)–এর জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গোলখালী ইউনিয়ন শাখা।

সভাপতিত্ব ও অতিথি

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী–৩ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী ও হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন

মোহাম্মদ মোশাররফ হোসেন কানু মাতুব্বর, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চেয়ারম্যান পদপ্রার্থী, গোলখালী ইউনিয়ন।

 

হাওলাদার মোহাম্মদ ইলিয়াস, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গোলখালী ইউনিয়ন শাখা।

 

কেএম শাহিন মাহমুদ, সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গোলখালী ইউনিয়ন শাখা (সঞ্চালক)।

 

হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গোলখালী ইউনিয়ন শাখা।


এছাড়া স্থানীয় ইসলামী যুব আন্দোলন ও বাংলাদেশ যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচকদের বক্তব্য

আলোচকরা বলেন, “চরমোনাই পীর রহ. ছিলেন যুগের এক মুজাদ্দিদ, যিনি ইসলামের প্রকৃত শিক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও রাজনৈতিক আদর্শের মাধ্যমে দেশকে আলোকিত করেছেন। নতুন প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া জরুরি।”

জনগণের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও যুবসমাজ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: