odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

রাজাকারের নাতিপুতি’ মন্তব্যে শিক্ষার্থীরা অপমানিত: ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৫ ০২:৩১

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৫ ০২:৩১

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দেওয়ায় সারাদেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধ মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে তিনি এই বক্তব্য দেন। মামলার অন্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে আগেই জবানবন্দি দিয়েছেন।

শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ

নাহিদ ইসলাম জানান, ২০২৪ সালের ১৪ জুলাই শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে এই মন্তব্য করেন। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে রাজপথে নেমে আসেন।
তার দাবি, সরকারের পক্ষ থেকে এই বক্তব্য আন্দোলন দমন করার যৌক্তিকতা তৈরি করে।

আন্দোলন ও শহীদের ঘটনা

জবানবন্দিতে তিনি আরও বলেন,

  • ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।
  • চট্টগ্রামের ওয়াসিমসহ ছয়জন শিক্ষার্থী শহীদ হন।
  • ১৭ জুলাই ডিজিএফআই আন্দোলন প্রত্যাহারের চাপ দেয়।
  • ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়।
  • আন্দোলন চলাকালে বহু শিক্ষার্থী নিহত ও আহত হন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং মিডিয়া নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ট্রাইব্যুনালের অগ্রগতি

এর আগে একই দিনে ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ হয়। এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেওয়া হবে

 



আপনার মূল্যবান মতামত দিন: