odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

“জুলাই সনদ” বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ১৮:৩৪

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ১৮:৩৪

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ :
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এখনই নির্বাচনে যেতে পারি না; প্রথমেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিশ্চিত হবে, তার পর নির্বাচন আমাদের অগ্রাধিকার হবে।”
তিনি আজ বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (উইটিএফ)‑র আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, “সনদে কোনো মতভেদের সুযোগ নেই। যেটুকু ঐকমত্যে গৃহীত হয়েছে সেটিই থাকবে, বাকিটা জনগণই নির্ধারণ করবে।”

নাহিদ আরও বলেন, আসন্ন সংসদ এবং একটি সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধিত্ব থাকতে হবে, যাতে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবে রূপ পায়।
তিনি দাবি করেন, “পৃথকভাবে না হলেও, জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে আগামী সংসদে প্রতিনিধিত্ব দেওয়া আমাদের অগ্রাধিকার।”

উদ্বোধনী সভায় রূপ দেওয়া হয় উইটিএফ‑র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে অধ্যাপক শামীম হামিদ ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: