odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৫ ০৪:২৩

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৫ ০৪:২৩

এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার ৬ উইকেটে জয়ে সুপার ফোর নিশ্চিত হয় টাইগারদের। 

৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে নাম লেখায় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করল আফগানিস্তান। 

সুপার ফোরে ২০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন। 

ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে ১৫ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের। ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় আফগানরা। এসময় দারউইশ রাসুলি ৯, আজমতুল্লাহ ওমারজাই ৬ ও ইব্রাহিম জাদরান ২৪ রানে আউট হন। 

সপ্তম উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৪ রান করা রশিদকে শিকার করে জুটি ভাঙ্গেন থুসারা। 

১৮তম ওভারের প্রথম ডেলিভারিতে রশিদ ফেরার পরের পাঁচ বল থেকে ৬ রান পায় আফগানিস্তান। ১৯তম ওভারে নবির ৩টি চারে ১৭ রান ওঠে। 

স্পিনার দুনিথ ওয়েলালাগের শেষ ওভার থেকে পাঁচটি ছক্কায় ৩২ রান তুলেন নবি। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

ইনিংসের শেষ বলে রান আউটের আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন নূর আহমাদ। শ্রীলংকার থুসারা ১৮ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। ব্যক্তিগত ২৮ রানে কুশল পেরেরা থামলে ব্রেক-থ্রু পায় আফগানিস্তান। পাঁচ নম্বরে নামা চারিথ আসালঙ্কাকে ১৭ রানে শিকার করে লড়াইয়ে ফিরে আফগানরা। 

কিন্তু পঞ্চম উইকেটে ২৩ বলে বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকী থাকতে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

১০টি চারে কুশল মেন্ডিস ৫২ বলে অপরাজিত ৭৪ এবং ২টি ছক্কায় ১৩ বলে ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন কামিন্দু।

আফগানিস্তানের মুজিব-ওমারজাই-নবি ও নূর ১টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: