নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র
১৯ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা
বাংলাদেশকে দ্রুত পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউনূস এ আহ্বান জানান।
জীবাশ্ম জ্বালানি নয়, চাই টেকসই শক্তি
অধ্যাপক ইউনূস বলেন, ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপনসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
পারমাণবিক প্রযুক্তি নিয়ে নতুন দিগন্ত
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই এবং অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেম বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
তিনি জানান, বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টর সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং শিল্প খাতের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
গবেষণা ছাড়া সিদ্ধান্ত নয়
তবে অধ্যাপক ইউনূস সতর্ক করে দিয়ে বলেন, পারমাণবিক শক্তি ব্যবহারের আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই জরুরি। তিনি বলেন, “আমরা অবশ্যই এসব সুযোগ অনুসন্ধান করব, তবে গভীর গবেষণা ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেব না।”
নতুন বিদ্যুৎ নীতি প্রণয়ন
ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে। এতে সৌর জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে বিকল্প ও টেকসই শক্তি ব্যবহারের পথ সুগম করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: